একজন জামিরুল পাল্টে দিচ্ছে কালীগঞ্জ উ: স্বা: কমপ্লেক্স
মিঠু মালিথা, ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশে উপজেলা পর্যায়ে সর্বচ্চো রাজস্ব জমা দিয়ে নজির সৃষ্টি করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাবের দায়িত্বে নিয়োজিত জামিরুল ইসলাম।
কালীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতমাসে ৮৩ হাজার ৩শত ৬০টাকার ইউজারপি জমা হয়েছে। সে হিসাব অনুযায়ী সারা বাংলাদেশে উপজেলায় ৫০ শয্যা বেড বিশিষ্ট্য হাসপাতালের নজির।
দায়িত্বে থাকা জামিরুল ইসলাম জানান, আরো বেশী পরিমান জমা দেওয়া সম্ভব যদি এ্যানালাইজার মেশিন ও জনবল সরবরাহ থাকতো। সরকারের প্রায়খাতে লোকসান থাকলেও স্বাস্হ্য বিভাগের এ খাতে সফলতা আছে বলে জামিরুল জানান।
উল্লেখ্য, জামিরুল ইসলাম ২০০৮ সালে কালীগঞ্জ স্বাস্হ্য কমপ্লেক্সে যোগদান করেন। ১১ বছরে এ বিভাগ হতে প্রায় ৪০ লক্ষটাকা সরকারি খাতে রাজস্ব প্রদান করে বিরল দৃষ্টান্ত স্হাপন করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ হাসপাতালের (টিএইচও) কর্মকর্তা ডাঃ হুসাইন সাফায়েত জানান, জামিরুল অত্যন্ত দায়িত্ব ও কর্তব্যপরায়ণ। তিনি তার কাজগুলো নিষ্ঠার সাথে পালন করে। যে কারনে এ হাসপাতালের এখাতে সরকারের সফলতা বয়ে এনেছেন।