পাঠকের কথা
ভুলতে পারোনি তুমি–গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
যদ্দূর জানি ভুলতে পারোনি তুমি
এখনো খুঁজে বেড়াও আমাকে
ধরতে হাত বাড়াও বায়ুমণ্ডলে
তোমার দৃষ্টিতে বার বার ভাসি
জানি এখনো ভুলতে পারোনি তুমি।
এখনো দীর্ঘশ্বাসে জড়িয়ে থাকি
পোশাক থেকে গন্ধ নাও
আয়নায় প্রতিচ্ছবি দেখো অনুভবে
বিরহের গান গাও মনে মনে একা একা
জানি এখনো ভুলতে পারোনি তুমি।
স্মৃতি তোমাকে দিক্বিদিক করে
রাতে ঘুম হয় না ঠিকমতো
আঁতকে আঁতকে ওঠো রাতবিরেত
জানি এখনো ভুলতে পারোনি তুমি।
এখন শরতের চাঁদ দেখতে বেরোও না বাহিরে
জানালা ধরে চেয়ে থাকো নিথর হয়ে
মাঝে মাঝে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে
না হাসতে হাসতে ঠোঁট দুটো প্রায় মৃত
শুনেছি এখনো ভুলতে পারোনি তুমি।
কেউই ভুলতে পারে না
ভোলার অভিনয় করে মাত্র
দেখাতে হয় লোকসমাজে পূর্বের ব্যথা নেই
জীবনের প্রয়োজনে তুমি আমিও অভিনয় করি
জানি এখনো ভুলতে পারোনি তুমি।