ঝিনাইদহে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পালিত
আব্দুস সালাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পালিত হয়েছে।
ভিবিডি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান প্রাপ্ত’র সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভিবিড এর সদস্যরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সচেতন করার জন্য হাতে বিভিন্ন ধরনের লিফলেট নিয়ে পোস্ট অফিস মোড়সহ রাস্তার বিভিন্ন মোড়ে তারা অবস্থান নেন।
ভিবিডি ভাষ্য হচ্ছে, ট্রাফিক আইন মেনে চলুন,রাস্তা পারাপারে জেব্রাক্রসিং ব্যবহার করুন, মাত্রাতিরিক্ত হর্ণ এবং হাইড্রোলিক হর্ণ বাজিয়ে শব্দ দূষণ করবেন না,নিজের শহর ও বসত বাড়ির আঙ্গিনা সবসময় পরিস্কার পরিচ্ছন্নতা রাখুন, নিজে সচেতন হউন এবং অন্যকে সচেতন করুন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভিবিডির সাধারণ সম্পাদক সানজিদুল ইসলাম জিহাদ,ভিবিডির সদস্য মোহাইমিন, রুকাইয়া, আল আমিন, তানভীর, সম্পা,রেজোয়ান,সাবরিনা,অর্থি, মেঘ,তানি,ইষ্টি সহ আরো অনেকে।
ভিবিডির সভাপতি বলেন বলেন আমরা বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি আর করবো,তবে আমরা সবাই সচেতন হলে অবশ্যই ঝিনাইদহ জেলা একদিন রোল মডেল জেলা হিসেবে রুপান্তরিত হবে।