ঝিনাইদহের গোবিন্দপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুরে মরহুম সোলাইমান স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইলাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দপুর গ্রামের সূর্য তরুণ ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় চুয়াডাঙ্গার জীবনা ফুটবল একাদশ- ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে জীবনা ফুটবল একাদশ জয়লাভ করে।
উভয় ফুটবল দলে দেশি-বিদেশি নামিদামি ফুটবল খেলোয়ার অংশ গ্রহণ করে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় গোবিন্দপুর ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে উভয় দলের মধ্যেই ট্রপি এবং পুরুষ্কার হিসাবে ছোট-বড় ছাগল দেয়া হয়।
খেলা শেষে ১নং সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজি নাজির উদ্দিনের সভাপ্রতিত্বে সংক্ষিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় র্যাব-৬ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্কোয়াড কমান্ডার এএসপি মো. বজলুর রশিদ। ডিডি এনএসআই মো. আনিচুর রহমান, ঝিনাইদহ সদর ইউএনও বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপ্রতি এম. রায়হান, উজির আলি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, বঙ্কিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম, তামান্না পার্কের এমডি আশাদুল হক।
এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খেলাটি আত্র এলাকার হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক উপভোগ করেন।