হরিজন সম্প্রদায়ের ঝন্টু দাস’কে কাজের স্বীকৃতি দিলো মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে হরিজন সম্প্রদায়ের ঝন্টু দাস’কে তার কাজের স্বীকৃতি দিলো ঝিনাইদহের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক,
এ বিষয়ে সংগঠনের সভাপতি এস.এম রবি জানান, সভ্যতার শুরু থেকেই সমাজের এ শ্রেণীর মানুষ চরম ভাবে অবহেলিত, তাদের সব থেকে নিচু জাতের মানুষ হিসাবে দেখা হয়, অথচ তারা মানব সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে, প্রাচীনকালে মানুষের কর্মের মাধ্যমে বর্ণ নির্ধারন হতো এবং বংশনাক্রমিক ভাবে সবাই সবার পেশা ধরে রাখতো, তাই আজও কামারের ছেলে কামার, নাপিতের ছেলে নাপিত, মেথরের ছেলে মেথর হবে এমনটাই মনে করে এই সমাজ,কিন্তু তাদেরও মেধা বিকাশের সুযোগ আছে শিক্ষা এবং ভ্রাতৃত্বের মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতো ধারাই ফিরিয়ে আনতে আমার সবাইকে একসাথে কাজ করতে হবে।
রবি আরো জানান, রাষ্ট্র এবং সমাজ প্রত্যেক পেশারই স্বীকৃতি প্রদান করে, যেমন বছর শেষে সেরা শিক্ষক, সেরা ডাক্তার, সেরা পুলিশ অফিসার, অথচ হরিজন সম্প্রদায়ের কোন মানুষকে কেউ স্বীকৃতি দেয়না, কিন্তু তাদের কাজও সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সংগঠনটি ঝন্টু দাস কে লুঙ্গি, গামছা ও নগদ এক হাজার টাকা প্রদান করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সংগঠনের আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আসিফ উল ইসলাম পাপ্পু, সহ-সভাপতি শোভন শাহা সবুজ, সহ-সভাপতি রানা মিয়া, অর্থ সম্পাদক জীকু শেখ, দফতর ও প্রচার সম্পাদক মিঠুন বসু,সদস্য রিফাতুল আলম শোভন, সদস্য জুয়েল রানা, সদস্য, তিতাস বিশ্বাস, সদস্য মো: ইসলাম, তায়িব কারিগরি একাডেমীর পরিচালক শাহিনুর রহমান টোকন।