ঝিনাইদহে অজ্ঞাত কারনে নষ্ট হচ্ছে ভুট্টা ক্ষেত
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে নঈম উদ্দিন মন্ডল নামের এক কৃষকের ভুট্টা ক্ষেত অজ্ঞাত কারনে নষ্ট হচ্ছে। প্রায় এক বিঘা জমির ভুট্টা গাছের মাইজ পাতা পঁচে নষ্ট হয়ে গেছে। ভুক্তভোগি কৃষক ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কাছের উদ্দিন মন্ডলের ছেলে।
ভুক্তভোগি কৃষক জানান, এবছর ভুট্টার জমিতে একটু বেশি পোকার আক্রমন করেছে। কয়েকবার কীটনাশক স্প্রে করেছি। গত সপ্তাহ খানের আগে আবারও কীটনাশক স্প্রে করি। এখন দেখছি ৩৩ শতক জমির ভুট্টা গাছের মাইচ পাতা পঁচে নষ্ট হয়ে গেছে। কেন বা কি ? কারনে এমন অবস্থা হল- তিনি বুঝে উঠতে পারছেনা।
স্থানীয় মাঠের কয়েকজন কৃষক জানান, তারা ধারনা করছেন- নঈম উদ্দিন যে মেশিং দিয়ে স্প্রে করেছে। সেই মেশিং দিয়ে ঘাষ পঁচানো ওষোধ স্প্রে করে থাকতে পারে। যা ভালেঅ ভাবে পরিষ্কার না কওে ব্যবহার করা হয়েছে। অথবা যে কীটনাশক স্প্রে করেছে তার অতিরিক্ত মাত্রার কারনে বিষ ক্রিয়ায় এমন অবস্থা সৃষ্টি হতে পারে। তবে এখন সঠিক করনিয় বিষয়ে কৃষি বিভাগের পরামর্শ দরকার বলে তারা মনে করেন।