ঝিনাইদহে মরুহুম সৈয়দ আলী খাঁন ও আনোয়ারা খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
মরুহুম সৈয়দ আলী খাঁন ও আনোয়ারা খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র ও গরীব দুখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজার সংলগ্ন ফাউন্ডেশনের কার্য্যলয়ে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম কামরুজ্জামান পিন্টু,আড়মুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উত্তম কুমার,নলডাঙ্গা জামে মসজিদের ঈমাম জমির হোসেন,ক্রীড়া অনুরাগী বঙ্কিম মুখীর্জী,দিন বন্ধু বিশ্বাস প্রমূখ।
মরুহুম সৈয়দ আলী খাঁন ও আনোয়ারা খাঁন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড ও গ্রামের হত দরিদ্র মানুষের পাশ্বে থেকে কাজ করে চলেছে। এছাড়া প্রাথমিক সমাপনীতে কৃতকার্য গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তিসহ সনদ প্রদান করে থাকে। ২৩ জন অভাবী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আইনুল করিম। ফাউন্ডেশন কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।