আরিফুল ইসলাম মিটুল, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও ২৫ ডিসেম্বর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
শৈলকুপা সরকারি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২ টায়।
উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এ ২০১৯ সালের তৃতীয় শ্রেণিতে অধ্যয়ণরত পরীক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
মোট পরীক্ষার্থী ছিল ৬১৮ জন। উপস্থিত হয়েছে ৫৪২ জন। উপস্থিতির হার ৮৭.৭% । পরীক্ষায় মেধা তালিকায় ৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৫ জন শিক্ষার্থী নির্বাচিত হবে।
পৌরসভা সহ প্রতি ইউনিয়ন থেকে মেধাক্রম অনুসারে ৩ জন শিক্ষার্থী নির্বাচন করা হয়ে থাকে।
রাজশাহী বি আইটির সাবেক পরিচালক ড. ওয়ালিউজ্জামান এর নামে বিগত এক যুগ ধরে অত্যন্ত সততা, নিষ্ঠার সাথে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচীর তত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তিনিই ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ।
আগামী ১৫ মার্চ-২০২০ , ড. ওয়ালিউজ্জামান এর মৃত্যুদিবসে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।
এ অনুষ্ঠানে শৈলকুপার একজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে।