সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব দুস্থ অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সূবর্ণ রানী সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক রেজভী নেওয়াজ বলেন, ষড়ঋতুর পালাবদলে এখন শীতকাল। এ ঋতুতে সমাজের গরিব, অসহায়, দুস্থ মানুষ দারিদ্র্যের কারণে শীত মোকাবেলা করতে হিমশিম খায়। শীতবস্ত্রের অভাবে প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভুগতে থাকে। তাদের কথা চিন্তা করে আমাদের এ উদ্যোগ। তনি শীতার্তদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
১৯৮৭ সালে সাজেদা ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, ক্ষুদ্রঋণ দিয়ে থাকেন।
দুস্থ ও হতদারিদ্র প্রতিবন্ধীদের সাহায্যে সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলাধীন কালীগঞ্জ সহ বারবাজার, নারিকেল বাড়িয়া শাখায় ৬ শত কম্বল সহ কানচুপি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক নুরুজ্জামান, শাখা ব্যবস্থাপক আরিফুজ্জামান, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার আসলাম আলী ভূইয়া প্রমূখ।