গান্না ইউনিয়নে ঐতিহ্যবাহী গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের সদর উপজেলা ৬ নং ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতার। বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বেতাই গ্রামের দক্ষিণ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে বেতাই গ্রাম বাসী।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ঝিনাইদহ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জে এম রশীদুল আলম রশীদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু,জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকা,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, ১৩ নং ফুরসুন্দি ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মিনা,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,ঝিনাইদহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ,যুবলীগ নেতা শাহিন খান লিটু সহ এই প্রতিযোগিতা দেখতে দূর দুরন্ত থেকে আগত উতসুক দর্শক ও জনতা।
৬ বছর আগে এই স্থানে গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান লিটন এই প্রতিযোগিতার শুরু করেন। তার পর থেকে চলে আসছে এই প্রতিযোগিতা। গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান লিটনের নির্বাচনের প্রতিক ছিল গরুর গাড়ী। কল্পনা বিলাশ থেকেই তিনি এই প্রতিযোগিতার আয়োজন করেন।
এই প্রতিযোগিতায় যশোরের ঝিকরগাছা,মাগুরা,চুয়াডাঙ্গার দামুড়হুদা সহ অত্র অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সৌখিন ষাড় পালনকারী (যেই গরু দিয়ে চাষ করা হয়) এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে আসে। প্রথম,দ্বিতীয় রাউন্ড শেষে নক আউট ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। প্রথম স্থান অধিকারীকে দেওয়া হয় ১৭ ইন্সি রঙিন টেলিভিশন ও রানার্সআপ প্রতিযোগিকে দেওয়া হয় ১৪ ইন্সি রঙিন টেলিভিশন।
আজকের এই প্রতিযোগিতায় ২৫ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি তাদের প্রত্যেককে প্রতিযোগিতায় অংশগ্রহনের ফি প্রদান করে দেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।