কালীগঞ্জে ভিটামিন এ প্লাস কাম্পেইনের শুভ উদ্বোধন
সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
সারাদেশের সাথে ঝিনাইদহের কালীগঞ্জেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ২য় রাউন্ডের ভিটামিন এ প্লাস ট্যাবলেট শিশুদের খাওয়ানো হয়েছে। এ উপলক্ষে সকাল ৭ টায় শহরের মেইন বাসস্ট্যান্ডের অস্থায়ী ক্যাম্পে শিশুদের মুখে ট্যাবলেট তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ড.মামুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস,কালীগঞ্জ পৌর সভার স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন, এছাড়াও সাংবাদিক, সুধীজনসহ কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজিম আনার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রত্যেক শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো খুবই জরুরী।
বর্তমান সরকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছে। ফলে কোন শিশু যেন এ ভিটামিন খাওয়ানো থেকে বাদ না পড়ে সে জন্য অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে।
দিনভর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মাঠকর্মিরা শিশুদেরকে ভিটামিন এ প্লাস ট্যাবলেট খাওয়ানোর জন্য ব্যস্ত সময় পার করেন।