চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
হাবিব আদনান সোহেল, ঝিনাইদহের চোখঃ-
ঝিনাইদহ সদর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজ এর ২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বাবু বলাই চন্দ্র বিশ্বাস, শমশের আলী ও সালফিন আরা সহ আরো অনন্য শিক্ষক বৃন্দ।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।’ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা-মাতার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত হয়ে ক্ষুধা ও দারিদ্রতামুক্ত সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশকে বহির্বিশ্বে তুলে ধরতে হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীবৃন্দ।
এসএসসি পরীক্ষার্থীরা স্কুলের জন্য কিছু আসবাবপত্র উপহার দেন শিক্ষকদের হাতে।
পরে শিক্ষকগণের উদ্যোগে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।