আত্মহত্যা রোধে মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক’র বছরব্যাপী প্রচারণা উদ্বোধন
কামরুজ্জামান লিটন ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলা বাংলাদেশের অন্যতম প্রধান আত্মহত্যা প্রবন এলাকা হিসাবে অনেক আগেই পরিচিতি লাভ করেছে, ঝিনাইদহ জেলায় প্রতিদিন গড়ে একজন করে আত্মহত্যা করেছে।
২০১৪ – ৩০৩ জন,২০১৫ – ৩৫৯ জন,২০১৬ – ৩৮৮ জন
২০১৮ – ৩৯৬ জন,২০১৯ – ৩৩৪ জন।
এই আত্মহত্যা রোধে বছরব্যাপী সচেতন মূলক প্রচারণা কার্যক্রম শুরু করেছে ঝিনাইদহের সেচ্ছাসেবী সংগঠন মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক । শনিবার ১৮/১/২০২০ তারিখে রাত ৯ টার সময় পুরাতন ডিসি কোর্ট চত্বরে মুক্তমঞ্চে এই প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, ঝিনাইদহ সদর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান জনাবা আরতি দত্ত, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস সহ মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের সভাপতি – এস.এম রবি, সাধারণ সম্পাদক আসিফ উল ইসলাম পাপ্পু, সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদ জয়, সহ-সভাপতি শোভন শাহা সবুজ , সাংস্কৃতিক সম্পাদক সেতু ইসলাম, প্রচার সম্পাদক মিঠুন বসু, সহ-সভাপতি রানা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান কদর, সদস্য আতাউল ইসলাম রুয়েল, সদস্য, জুয়েল রানা, সদস্য তিতাস বিশ্বাস প্রমুখ।