মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে কালীগঞ্জে কলেজ ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময়
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ শহীদ নূর আলী ডিগ্রী কলেজে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে এক সমাবেশে মাদক ও জঙ্গীবাদ নিয়ে আলেচনা করা হয়। এ সময়ে বক্তারা বলেন, মাদক ও জঙ্গী আমাদের সমাজের ক্যান্সার ব্যাধির মত সমস্যা। কোনো ছাত্র ছাত্রী মাদক বা জঙ্গীবাদের সাথে সমৃপক্ত হলে সে সরকারী চাকুরি থেকে বঞ্চিত হবে। তাই মাদক বা জঙ্গি কর্মকান্ড নির্মূলে আইন শৃংখলা বাহিনীকে তথ্য দেবার অনুরোধ জানান।
শহীদ নূর আলী ডিগ্রী কলেজে অধ্যাক্ষ রাশেদ সাত্তার তরুর সভাপতিত্বে মতবিনিময়ে প্রধান অতিথি কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষনা করেছি। মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও আত্বহত্যা রোধ করতে তিনি সকলকে এক সাথে কাজ করার আহব্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সোনার সাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, প্রভাষক তৌহিদ সাত্তার রাজু , আব্দুর রহমান, মাহবুবা ফেরদৌস, পঙ্কজ সাহা, মিজানুর রহমান ও কলেজের ছাত্র সাজ্জাদ হোসেন প্রমুখ।