ঝিনাইদহে সপ্তসংঘ যুব পরিবারের বই ও শিক্ষা উপকরণ বিতরণ
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
” বই পড়ে আলোকিত মানুষ হই ” স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সপ্তসংঘ পরিবারের উদ্যোগে হতদরিদ্র সুবিধাবঞ্চিত কর্মজীবী শিশুদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট চত্বরে সপ্তসংঘ যুব পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই ইন্সট্রাক্টর মো: রাকিব উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সপ্তসংঘ পরিবারের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আসাদুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক হাসানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মিথুন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের পাঠ্যবই হাতে তুলে দেওয়ার এরকম ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নেওয়ায় সপ্তসংঘ যুব পরিবারকে ধন্যবাদ জানায় এবং সপ্তসংঘ যুব পরিবার আগামীদিনে মানবতার সেবায় কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। অর্ধশত হতদরিদ্র সুবিধাবঞ্চিত কর্মজীবী শিশুদের মাঝে বই ও শিক্ষা উপকরণ খাতা, কলম, স্কুল ব্যাগ বিতরণ করা হয়।