ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক পাবলিক হিয়ারিং(গণশুনানী )অনুষ্ঠিত
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ প্রতিনিধি ঃ রবিবার সকালে ঝিনাইদহ এইড কমপ্লেক্্র মিলনায়তনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক পাবলিক হিয়ারিং(গণশুনানী )অনুষ্ঠিত হয়েছে। এইড ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী গণশুনানীতে অংশ নেন প্রকল্পের বিভিন্ন গ্র“পের ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর ও কুমড়াবড়িয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ। পাবলিক হিয়ারিং(গণশুনানী )অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানায় ওসি মঈন উদ্দিন। এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প”র মানুষের জন্য ফাউন্ডেশনের (এম.জে.এফ) সহযোগিতায় আলোচনা রাখেন এইড ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ,সহকারী পরিচালক মানব সম্পদ বিভাগের তন্ময় কুন্ডু,সিজিবিভি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, এইড ফাউন্ডেশনের সিজিবিভি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষ, মাঠ সহায়ক পারভীন আক্তার সহ অন্যান্যরা ।অনুষ্ঠান পরিচালনা করেন সিজিবিভি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,সিজিবিভি প্রকল্পের মাঠ সহায়ক আসমা পারভীন, জোনাকী খাতুন সহ শতাধিক মানুষ।
প্রধান অতিথি সদর থানায় ওসি মঈন উদ্দিন আলোচনায় বলেন,নারী ও শিশুর উপর ধর্ষণ ও সকল যৌন সহিংসতার বিরুদ্ধে আইনগত সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়।কোন অসুভ শক্তিও আইনের হাত থেকে বাচতে পারবে না।সরকার কঠোর আইন করেছে। নারী ও শিশুর উপর যেকোন অত্যাচার বরদস্ত করা হবে না।অপরাধীকে আটক করে আইনের আওতায় আনা হবে।
বক্তারা, নারী ও শিশুর উপর ধর্ষণ ও সকল যৌন সহিংসতার বিরুদ্ধে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।