ঝিনাইদহের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে নবীন বরণ
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে ডিগ্রি ও একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জে এম ইসরাইল হোসেন শান্তি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ সায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ।
এসময় প্রধান অতিথি বলেন, স্বপ্ন ছুঁতে লেখাপড়ায় ভালো ফলের কোনো বিকল্প নেই। ভালো ফলের জন্য এক মিনিট সময়ও নষ্ট করা যাবে না।
তিনি আরও বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। শুধু পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে। উচ্চশিক্ষার সঙ্গে নৈতিকতা শিক্ষাও নিতে হবে। আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, গান, কৌতুক দিয়ে নবীন শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন কলেজের শিক্ষার্থীরা।