সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জের কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে কোলা ইউনিনের সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে কোলা আঞ্চলিক উন্নয়ন ফোরামের কার্যালয়ের সামনে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী এমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কোলা ইউনিয়ন চেয়ারম্যান আইয়ূব হোসেন মোল্ল্যা, আরও বক্তব্য রাখেন প্রভাষক সুব্রত নন্দী, প্রভাষক আল মাসুদ করিম, কোলা পুলিশ ক্যাম্প ইনচার্জ আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বাদশা, কোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব জোয়ার্দ্দার, সাংবাদিক সাবজাল হোসেন, জুয়েল রানা, কোলাবাজার ব্যাংক এশিয়ার এজেন্ট হারুন অর রশিদ, উন্নয়ন ফোরামের সভাপতি জিল্লুর রহমান, আঞ্চলিক উন্নয়ন ফোরামের নেতা বাবুল হোসাইন মোল্ল্যা, হোসাইন আহম্মেদ, সমরেশ সরকার প্রমূখ।
অনুষ্ঠানে এলাকার পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে সন্মাননাস্বরুপ ফুলের তোড়া, ক্রেষ্ট, সার্টিফিকেট ও শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত এলাকার সকল শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সূধীজনেরা উপস্থিত ছিলেন।