ঝিনাইদহে ৪০ জনের মধ্যে প্রধান মন্ত্রির কার্যালয়ের ১১লক্ষ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরন
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে প্রধান মন্ত্রির কার্যালয়ের অনুদানের ১১লক্ষ ৬০ হাজার টাকার চেক শনিবার বিকালে বিতরন করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম এ চেক বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন উদ্ভাবনী নার্সারীর পরিচালক মনিচুর রহমান কারু,ওলিয়ার রহমান,সোহেলী আহমেদ রতœা,থানা সেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি তানজিলুর রহমান,হাফিজ মিয়া,নারী সাংবাদিক ময়না খাতুন,হকার্স শ্রমিক শ্রমিকলীগের সভাপতি নুরউদ্দীন খাঁন, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি কুলছুম হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেবি রহমান,নুর এ গুলশান,জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সম্পাদিকা আনজুমানআরা,বেদেনা খাতুন,মারিহা আলম,চামেলী রহমান,দপ্তর সম্পাদক গুলশানআরা খাতুন,প্রচার সম্পাদিকা পারভীন আক্তার,মমতাজ পারভীন প্রমূখ।
এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম নিজ হাতে ঝিনাইদহ জেলার বিভিন্ন ইউনিয়নের গরীব মেধাবী ছাত্র-ছাত্রী,অসহায় নারী,পুরুষ,প্রতিবন্ধি,অসুস্থ ৪০ জনের মধ্যে ১১লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করেন। ৬ জনের মধ্যে প্রত্যেকের ৫০হাজার টাকার চেক,১৮জনের মধ্যে প্রত্যেকের ৩০হাজার টাকার চেক ও ১৬ জনের প্রত্যেকের ২০হাজার টাকার চেক প্রদান করা হয়।
ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম এ প্রতিবেদককে বলেন, আমি গরীব-দুখি মানুষের সেবা করতে ভালবাসি।যতদিন বেঁচে থাকবো,তত দিন গরীব-দুখি মানুষের সেবা করতে চাই।