কালীগঞ্জে নতুন চাল সংগ্রহের উদ্বোধন
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জে আমন মৌসুমে নতুন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় কালীগঞ্জ খাদ্য গুদামে চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
জানা গছে, এবার এ উপজেলাতে ৬শ` ৯৮ মে. টন চাল সংগ্রহ করা হবে। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজ উদ্দিন ও কৃষি কর্মকর্তা জাহিদুল করিম।
কালীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, কালীগঞ্জে তালিকাভুক্ত বিভিন্ন রাইস মিল মিলারদের নিকট থেকে এবারে প্রায় ৭শ` মে. টন চাল সংগ্রহের বরাদ্ধ হয়েছে। চলতি মাসের ২৮ ফ্রেব্রয়ারী পর্ষন্ত বরাদ্ধকৃত চাল সংগ্রহ করা হবে। চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্টানে কালীগঞ্জ রাইচ মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন ও সম্পাদক ওবাইদুল্লাহ পাটোয়ারী সহ খাদ্য গুদামের অন্নান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
গুদাম কর্মকর্তা আরো জানান, গত মাস থেকে কালীগঞ্জ উপজেলার জন্য বিভিন্ন ইউনিয়নের কৃষকদের নিকট থেকে ১৪ শ` ৫১ মে. ধান সংগ্রহের বরাদ্ধ ছিল। ইতিমধ্যে ১৩ শত ২৭ মে. টন ধান সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।