কালীগঞ্জে নারী মাদক ব্যবসায়ী সহ আটক-৩, ইয়াবা উদ্ধার
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি সহ ৩ মাদক কারবারি আটক। এসময় তাদের নিকট থেকে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ ২ নারী মাদক কারবারি এবং ১ পুরুষ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো-ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ছোলনা গ্রামের সহিদ মোল্লার ছেলে মহসিন মোল্লা (৩১) কে ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট, একই জেলার শোতাসী গ্রামের নান্নু বিশ্বাসের মেয়ে লাবনী খাতুন (২৭) কে ১ শত পিস ইয়াবা ট্যাবলেট এবং ফরিদপুরের আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা গ্রামের শফিকুল মোল্লার স্ত্রী সুমিতা বেগম (৩০) কে ১ শত পিস ইয়াবাসহ মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ জন নারী মাদক কারবারি সহ তিন জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় ঐ তিন জনের নিকট থেকে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।