ঝিনাইদহ দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসুচি আওতায় আয়বর্ধক ৩দিব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ে ২০১৯-২০২০ চক্রে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসুচি আওতায় (আয়বর্ধক) ৩দিব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ(টিওটি)কর্মশালা সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে এক সমাপনি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আয়বর্ধক ৩দিব্যাপী প্রশিক্ষক ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জী।
আলোচনা রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কার্যালয়ের প্রগ্রাম অফিসার খন্দকার শরীফা আক্তার, কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,শৈলকুপা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও এনজিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম,দেশ চেতনা নির্বাহী পরিচালক রাশেদুল ইসলাম, প্যারাডাইস নির্বাহী পরিচালক মোস্তাফা,সবুজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক আব্দুলাহ, সিও এনজিও’র সহকারী নির্বাহী পরিচালক তোফাজেল হোসেন।মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ের আয়োজনে সিও,এসডাপ,দেশচেতনা,প্যারাডাইস,সবুজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ৪০ অংশ মাঠকর্মি অংশগ্রহন গ্রহন করেন।
আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কার্যালয়ের প্রগ্রাম অফিসার খন্দকার শরীফা আক্তার। সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম,এস এম সোহেল রানা, রোকেয়া খাতুন,শিললুর রহমান,ইব্রাহিম,ফৌজিয়া হক জুই, রোকেয়া খাতুন,সামিয়া রহমান প্রমূখ।
কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার প্রশিক্ষণে বলেন,আপনারা বাড়ির আঙ্গীনায় সবজি চাষ করবেন।পাশাপাশি উপকার ভোগী ভিজিডি কর্মসুচি আওতায় নারীদের বাড়ির আঙ্গীনায় সবজি চাষ করার পরামর্শ দিবেন।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জী প্রশিক্ষণে বলেন,শুধু প্রশিক্ষণ নিলেই চলবে না।প্রশিক্ষণও দিতে হবে।আপনারা ভিজিডি কর্মসুচি আওতায় নারীদের উদ্বুদ্ধ করবেন।মাছ চাষ,গরু-ছাগল পালন,হাঁস-মূরগি পালন করে আয় বৃদ্ধি করেন।সংসার সচ্ছলতা আসবে।