জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিডদেখা-অদেখা
ঝিনাইদহে মাটি দস্যুদের কৌশল পরিবর্তন
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে পুকুর খনন ও মাটি দশ্যুরা কৌশল পরিবর্তন করেছে। তারা সাংবাদিকের ঝামেলা এড়াতে দিনে নয়, রাতে খনন কাজ ও মাটির স্থানান্তর করছে। ভুক্তভোগি কয়েকজনের সাথে কথা বলে এতথ্য জানা গেছে।
গ্রামবাসি জানান, উপজেলার বাদপুকুরিয়ায় ওই এলাকায় এবং চান্দুয়ালি, মির্জাপুর এই এলাকায় মাটি বিক্রি এবং হাজিডাঙ্গা নিচেই চিত্রা নদীর পাড়ে ক্রয়সুত্রে মালিকাদাবি করে মাটি ইটভাটায় নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তবে সাংবাদিককের ঝামেলা এড়াতে বাদপুকুর ও চান্দুয়ালি, মির্জাপুর সন্ধারাত হতে গভীর রাত এবং চিত্রা নদির পাড়ে ভোর হতে সকাল পর্যন্ত মাটি কেটে ইটভাটায় নেয়া হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে মধুহাটি ইউনিয়ন নায়েব মোখলেচুর রহমান বলেন, বিষয়টি জানা নেই।#