ঝিনাইদহে ৬ দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল শুরু
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুরে ছয় দিনব্যাপি ১৭তম তাফসিরুল মাহফিল শুরু হয়েছে। এ মাহফিল আগামি শুক্রবার ২১ শে ফেব্রæয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। গত ১৬ ফেব্রæয়ারি, রোববার প্রথম দিনে মাওলঅনা মুতাসিম বিল্লাহ প্রধান বক্তা ছিলেন, দ্বিতীয় বক্তা ছিলেন মাওলঅনা আল-আমিন। এছাড়া স্থানীয় মাওলানাগন তাফসির পেশ করেন।
দ্বিতীয় দিন ১৭ ফেব্রæয়ারি, সোমবার প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন মাওলানা একরামুল হক-চাপাইনবাবগঞ্জ, দ্বিতীয় বক্তা থাকবেন মাওলানা আব্দুল খালেক-জীবননগর, চুয়াডাঙ্গা।
তৃতীয় দিন ১৮ ফেব্রæয়ারি মঙ্গলবার-প্রধান বক্তা হিসাবে থাকবেন মাওলঅনা আব্দুল সাত্তার-সুনামগজ্ঞ, সিলেট। দ্বিতীয় বক্তা থাকবেন মাওলঅনা আবু বকর সিদ্দিকী, চুয়াডাঙ্গা।
চতুর্থ দিন ১৯ ফেব্রয়ারি বুধবার- প্রধান বক্তা থাকবেন মুফতি মাওলঅনা আমির হামজা, দ্বিতীয় বক্তা থাকবেন মাওলানা খোকন বিশ^াস, ঢাকা।
পঞ্চম দিন ২০ ফেব্রæয়ারি বৃহস্পতিবার প্রধান বক্তা হিসাবে থাকবেন মাওলঅনা আবুজার গিফারী, চুয়াডাঙ্গা। দ্বিতীয় বক্তা থাকবেন মাওলানা আরিফুল ইসলাম, এমফিল গবেষক ইসলামি বিশ^বিদ্যালয় কুষ্টিয়া।
ষষ্ঠ দিন ২১ ফেব্রæয়ারি শুক্রবার প্রধান বক্তা থাকবেন মাওলানা আবুল কালাম আজাদ- উত্তর চব্বিশ পরগনা, বাশিরহাট, ইন্ডিয়া। এছাড়া প্রতিদিন স্থানীয় মাওলঅনাগণ তাফসির পেশ করবেন।
আয়োজক কমিটির সভাপ্রতি ও ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বলেন, সকলের প্রচেষ্টায় এমন আয়োজন করা সম্ভব হয়েছে। মাহফিলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাষিল করুন। মহিলাদের পর্দার সাথে বসার ও ভিডিও চিত্রের মাধ্যমে দেখার সু-ব্যাস্থা রয়েছে।#