ঝিনাইদহে ৬ দিনের তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুরে ছয় দিনব্যাপি ১৭তম তাফসিরুল কোরআন মাহফিল শেষ হয়েছে। গত শুক্রবার দেশ ও জাতীর কল্যান কামনার মধ্য দিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। শেষ দিন প্রধান বক্তা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ- উত্তর চব্বিশ পরগনা, বাশিরহাট, ইন্ডিয়া। সভাপ্রতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল।
গত ১৬ ফেব্রæয়ারি থেকে গত দিন গুলোতে যারা কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন তারা হল- মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা আল-আমিন, মাওলানা একরামুল হক, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুল সাত্তার, মাওলানা আবু বকর সিদ্দিকী, মুফতি মাওলঅনা আমির হামজা, মাওলানা খোকন, মাওলানা আবুজার গিফারী, মাওলানা আনিচুর রহমান, মাওলানা আরিফুল ইসলামসহ অন্যান্য ব্যাক্তিগণ তাফসির পেশ করবেন।
আয়োজক কমিটির সভাপ্রতি ও ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বলেন, সকলের প্রচেষ্টায় সফল ভাবে শেষ করা সম্ভব হয়েছে। #