বিদেশ থেকে কাঁচা ফুল ও প্লাস্টিক ফুল আমদানী বন্ধের দাবীতে ঝিনাইদহে ফুল চাষীদের মানববন্ধন
ঝিনাইদহের চোখঃ
বিদেশ থেকে কাঁচা ফুল ও প্লাস্টিক ফুল আমদানী বন্ধের দাবীতে ঝিনাইদহে ফুল চাষীরা এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার বিকালে বৃহত্তর ফুল উৎপাদন স্থান ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসুচিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এলাকার ফুল চাষী ও ব্যবসায়ীরা অংশ নেয়। এ সময় ৫ দফা দাবি রেখে বক্তব্য রাখেন গান্না বাজার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম,গান্না বাজার ফুল চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দাউদ হোসেন,ফুল ব্যবসায়ী আদম আলী,মারুফ হোসেন, কৃষক মেহেদী হাসান, সুফল অধিকারী, বিল্লাল হোসেন ও আব্দুল কাদের।
বক্তরা বলেন, দেশের কিছু কুচক্রী মহল চীন,থাইল্যান্ড,ভারত থেকে কাঁচা ও প্লাস্টিকের ফুল আমদানি করছে। বর্তমানে চায়নায় হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। প্লাস্টিকের ফুলের মাধ্যমে করোনা ভাইরাস দেশে ছড়াতে পারে। তাই প্লাস্টিকের ফুল আমদানি ও ব্যবহার বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।