ঝিনাইদহের সমাজ সেবক খোরশেদুল ইসলাম জিন্না আর নেই
কামরুজ্জামান লিটন , ঝিনাইদহের চোখঃ
শহরের শহীদ মিনার সংলগ্ন জিন্না মার্কেটের মালিক ঝিনাইদহের পরিচিত মুখ ও বিশিষ্ট সমাজ সেবক খোরশেদুল ইসলাম জিন্না ইন্তেকাল করেছেন।
সোমবার বিকাল ৪.২০ টার সময় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এক ছেলে ও এক মেয়ের জনক জিন্না দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুর খবর ঝিনাইদহে পৌছলে শোকের ছায়া নেমে আসে। খোরশেদুল ইসলাম জিন্না ঝিনাইদহ জেলা স্কাউটস প্রশাসনের সহকারী কমিশনার ছিলেন।
এছাড়া বিভিন্ন সমাজসেবক ও দাতব্য প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি অগ্রনী মুক্ত স্কাউটস সভাপতি, স্থানীয় চক্ষু হাসপাতাল, ডায়াবেটিক এবং হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য, রেড ক্রিসেন্ট এবং নাটাবের সদস্য, জেলা দোকান মালিক সমিতির সহ সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। খোরশেদুল ইসলাম জিন্নার মৃত্যুতে তার আত্মীয় স্বজনরা শোকে ভেঙ্গে পড়েন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে ঝিনাইদহের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের লোকজন তার বাড়িতে আসেন। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হতে পারে।