জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিডদেখা-অদেখা
ঝিনাইদহে আম চাষিরা বাগান পরিচর্যায় ব্যাস্ত
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
শীতের শেষে আগাম জাতের আম গাছের কচি ডোগা ভেদ করে সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলদেটে মুকুল গুচ্ছ যেন উকি দিয়ে হাসছে। আম বাগান গুলোর শুনশান নিরবতা ভেঙে একটানা মৌমাছি যেন গুনগুন গান শোনাচ্ছে। আর আম বাগান গুলোও যেন সেজেছে অপরুপে। সেই সোনালি স্বপ্ন বুকে ধারন করেই ঝিনাইদহের আম বাগান মালিকেরা পরিচর্যা করে চলেছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন স্থানে চাষিরা আমের বাগান করে বানিজ্যিক ভিত্তিতে চাষ করছেন। আম চাষ লাভজনক হওয়ায় প্রতি বছর কৃষকরা নতুন ভাবে আমের বাগান করছেন। জেলাতে বিভিন্ন জাতের আম চাষ করছে চাষিরা।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারন আফিস সূত্রে জানা যায় সদর উপজেলায় ৫’শ ৪ হেক্টও জমিতে আম বাগান রয়েছে। বেশি ফলনের জন্য কৃষকদেও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।#