ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয় প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আযুব হোসেন,যুব মহিলা লীগের নেত্রী এ্যাডঃ সালমা ইয়াসমিন,মানবাধিকার কর্মি আমিনুর রহমান টুকু প্রমূখ।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কার্যালয়ের প্রগ্রাম অফিসার খন্দকার শরীফা আক্তার। সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম,এস এম সোহেল রানা, রোকেয়া খাতুন,শিললুর রহমান,ইব্রাহিম, রোকেয়া খাতুন,সামিয়া রহমান প্রমূখ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশে সাংবাদিক ,বিভিন্ন এনজিও পরিচালক ,শুশিল সমাজের প্রতিনিধি,স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা কার্যলয়ের আয়োজনে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম।