কালীগঞ্জে মাস্কের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহের চোখঃ
করোনা ভাইরাস প্রতিরোধে বেড়েছে মাস্কের ব্যবহার। এই মাস্ক বিক্রি বেড়ে যাওয়ায় কিছু কিছু ব্যবসায়ী অধিক মুল্যে বিক্রি করছেন। মাস্কের দাম বেশি রাখায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার সালমান ফার্মেসীর মালিক সরোয়ার হোসেনকে ১০ হাজার টাকা ও লাবনী স্টোর খেলাঘর এর এস.এম হাবিব কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রাণী সাহা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, উপজেলার বিভিন্ন দোকানে মাস্ক বিক্রিতে দাম বেশি রাখার ব্যাপারে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্যক্তিকে দোকানে পাঠিয়ে মুল্য যাচাই করেন। ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামত দাম নেওয়ায় সালমান ফার্মেসীকে ১০ হাজার ও লাবনী স্টোর খেলাঘরকে ৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।