ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাইয়ের ৫দিনব্যাপী জন্মজয়ন্তী সম্পন্ন

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের মরমী কবি পাগলা কানাইয়ের ৫দিব্যাপী ২১০ তম জন্মজয়ন্তী সম্পন্ন হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এসব অনুষ্ঠানের আয়োজনে সমাপনি দিনে শুক্রবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ী পাগলা কানায়ের সমাধিস্থলে এউপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওযামীলীগের সভাপতি ঝিনাইদহ ১আসনের সংনদ সদস্য মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান,সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ। আলোচক ছিলেন যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ড.তপন গাঙ্গুলী।স্বাগত বক্তব্য রাখেন পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এর সাধারন সম্পাদক ও ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ (এ্যাডঃ )।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম।এসময় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান,যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুল, নারী সাংবাদিক ময়না খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা পরিচালনা করেন সুমন সিকদার।আলোচনা শেষে পাগলাকানাই পদক বিতরন।পরে অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, লোক-সাধনা ও মরমী সঙ্গীতের এ কবি ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে বাংলা ১২১৬ সালের ২৫ ফাল্গুন জন্মগ্রহণ করেন এবং বাংলা ১২৯৬ সালের ২৮ আষাঢ় মুত্যবরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button