ঝিনাইদহে করোনা প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত/২’শ ৭৪ জন হোম কোয়ারেন্টাইন
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগ।
আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম), সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা।
এসময় জানানো হয়, জেলার ৬ উপজেলায় এ পর্যন্ত চীন, ইতালি, অস্ট্রেলিয়া, কুয়েত, সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীসহ তাদের পরিবারের ২’শ ৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বাড়ি থেকে বের না হতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ না মানলে জেল জরিমানা করা হবে। এছাড়াও করোনা প্রতিরোধে তৃণমুল পর্যন্ত সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র ছড়ানো হচ্ছে।