কালীগঞ্জে ৩ ব্যবসায়ী ও প্রাইভেট পড়ানোর অপরাধে ২ শিক্ষককে জরিমানা
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহের চোখঃ
চালের মুল্য তালিকা না থাকায় এবং বিক্রি করা চালের ভাউচার না দেখাতে পারায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ৩ চাল ব্যবসায়ীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও একই দিন সকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রাইভেট পড়ানোর অপরাধে চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার পাল ও নলডাঙ্গা ভূষন নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন আক্তারকে জরিমানা করা হয়েছে। এ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার। যে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে শহরের বড় বাজারের সিকদার ট্রেডার্স এর মালিক প্রবীর সিকদারকে ২০ হাজার মেসার্স হরিপদ মৈত্রেয় এর মালিক তম্ময় মৈত্রেয়কে ৫ হাজার, ও মেসার্স হাজী রফি উদ্দিন এর মালিক রফি উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার। এসময় কালীগঞ্জ থানার এসআই আমিরূল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভ‚মি) ভ‚পালী সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের বিভিন্ন চালের দোকানে অভিযান চালানো হয়। ব্যবসা প্রতিষ্ঠানে চালের মূল্য তালিকা না থাকায় হাজী রফি উদ্দিনকে ১ হাজার একং চালবিক্রির মেমো না থাকায় সাথে সাথে বেশি দামে বিক্রি করায় শিকদার ট্রেডার্সকে ২০ হাজার ও মেসার্স হরিপদ মৈত্রেয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮ টার দিকে প্রাইভেট পড়ানোর অপরাধে চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উত্তম কুমার পালকে ২ হাজার টাকা এবং নাজনীন আক্তারকে ২’শ টাকা জরিমানা করা হয়েছে।