ঝিনাইদহে মুজিববর্ষে উপলক্ষে কৃষি ব্যাংকের বিশেষ ঋণ বিতরণ
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ অঞ্চলের কাষ্টসাগরা বাজার শাখায় মুজিববর্ষ উপলক্ষে এলাকার দরিদ্র জনগোষ্টির মাঝে কৃষি ক্ষুদ্র ব্যাবসাসহ অন্যান্য আয় উৎসারি কর্মকান্ডে স্বল্প সুদে বিশেষ ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক সদর উপজেলার কাষ্ট সাগরা শাখা ব্যবস্থাপক খান মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এনায়েত করিম। প্রধান অতিথি বলেন মুজিব বর্ষ উপলক্ষে কৃষিব্যাংকের বিশেষ একটি ঋণ প্রদান কার্যক্রমে যে সকল জনগোষ্টির কোন ব্যাংকিং কার্যক্রমের অংশ গ্রহণ ছিলো না তাদেরকে এ প্রোগ্রামের আওতায় ব্যাংকিং সুবিধা প্রদান করা হচ্ছে।
এ ঋণের বিশেষত্ব হলো যাদের বন্দুকি দেওয়ার মত কোন সম্পতি নেয় তারাও এ ঋণের যোগ্য বলে বিবেচিত হবে। কাষ্ট সাগরা এলাকার ঋণ গ্রহীতা জাহাঙ্গির আলম মুসা বলেন, শাখা ব্যবস্থাপক খান মোঃ আবুল কালাম যোগদানের পর থেকে আমাদের মত সাধারণ কৃষকের ব্যাংকিং সেবা অতি সহজেই দৌরগোড়ায় পৌছে দিচ্ছে। শাখা ব্যবস্থাপক খান মোঃ আবুল কালাম বলেন ২০২০ অর্থবছরে ব্যাংকটি ২৫ লক্ষ টাকার উপরে লাভ করবে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মুজিব বর্ষে কৃষকদের মাঝে স্বল্প সুদে বিভিন্ন ক্যাটাগরিতে ৪১ লক্ষ টাকা এলাকার গণমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে শতভাগ সততা ও স্বচ্ছতার সাথে প্রকাশ্যে এ ঋণ বিতরণ করা হয়।