জানা-অজানাহরিনাকুন্ডু
হরিণাকুন্ডুতে অতিরিক্ত মূল্যে মাক্স/চাউল বিক্রি করায় জরিমানা

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার হরিণাকুন্ডুু বাজারে অতিরিক্ত মূল্যে মাক্স, চাউল, বিক্রয় সহ মূল্য তালিকা দোকানে না রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার সন্ধায় আয়ুব ষ্টোর এর মালিক আয়ুব হোসেনকে অতিরিক্ত মূল্যে চাউল বিক্রয়ের দায়ে দুই হাজার, ভূষিমাল ব্যবসায়ী রতন পাল , মনোরন্জন পালকে মূল্য তালিকা না রাখাদ দায়ে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় ।
এছাড়াও বুধবার বিকালে একই বাজারে অতিরিক্ত মূল্যে মাক্স বিক্রয়ের অপরাধে ইয়াসিন হোসেনকে এক হাজার ও টুটুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা এসময় থানা এসআই হুমাউন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।