কালীগঞ্জ
কালীগঞ্জের হেলাই গ্রামে বাল্যবিবাহের অপরাধে জরিমানা ও মুচলেকা
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে বাল্যবিবাহের অপরাধে বর ও কনের পরিবারকে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার। এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর জেলার শেখহাটি গ্রাম থেকে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের আকিদুল ইসলামের বাড়িতে বর ও কনে অবস্থান করছে।
সেসময় সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ধারায় বর লালন হোসেনকে ৫ হাজার টাকা ও হেলাই গ্রামের মেয়ের পিতা আকিদুল ইসলামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং পূর্ণাঙ্গ বয়স না হওয়া পর্যন্ত বর ও কনেকে আলাদা থাকবে বলে মুচলেকা প্রদান করা হয়।