ঝিনাইদহ বাজার গোপালপুরে নিত্যপন্য বাজার স্বাভাবিক
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
সারাদেশ আজ করোনাভাইরাসে ক্যান্তিকাল সময় পর করছে। ঝিনাইদহের কর্মকর্তাদেরও ব্যাস্ততা বেড়েছে কয়েকগুন। এরই মধ্যে সুবিধাভোগি হীণমানসিকতার ব্যবসায়িগুলো নিত্যপন্যেও বাজারে গুজবছড়িয়ে ফাইদালুটতে চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই চরিতার্থ সফল হয়নি। গতকাল সদর উপজেলা মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুরে নিত্যপন্য দ্রব্য ও কাঁচাবাজর শাকসবজির দামে কোন প্রভাব পড়েনি দেখা গেছে।
সরেজমিন জানা যায়, সপ্তাহের শনিবার ও মঙ্গলবার এখানে বাজার বসে। মঙ্গলবার বাজারে প্রতি কেজি ভালো মানের আলু বিক্রি হচ্ছে ১৮-২০টাকা, উচ্ছে ২৮-৩০ টাকা, লাউ (আকার ভেদে) ২০-২৫ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, টমেটো ২০-২৫ টাকা, কাঁচা মরিচ ৩০-৩৫ টাকা, পুইশাক আটি (৮-১০টি) ১০-১২টাকা, বেগুন ২০-২২ টাকা, মিষ্টি কুমড়া ২০-২৫ টাকাসহ প্রত্যেক কাঁচা তরকারি দাম স্বাভাবিক রয়েছে।
২নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বলেন, ব্যবসায়িদের আমরা বলেছি লাভ ছাড়া পন্য বিক্রি হবেনা ঠিক, তবে সেটা স্বাভাবিক হতে হবে। গুজব ছড়িয়ে বা ঘাটতি আছে বলে গুজব ছড়িয়ে পন্যেও দাম বেশি করা যাবেনা। এখন বাজারে সবজিসহ অন্যান্য কাঁচা মালামালের কোন ঘাটতি নেই। গুজবে ছড়িয়ে বেশি দামে পন্য বিক্রির চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়িদের সাথে বসে ব্যস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, লোকজনকেও বাজার সম্পর্কে সচেতন হতে হবে, বেশি দাম বললেও কিনবে তা হবেনা। যাচাই করে ওই পন্য কেনার জন্য আহŸান জানান তিনি।#