জানা-অজানাঝিনাইদহ সদর
ঝিনাইদহ সড়ক ও বাজারে স্বয়ংক্রিয় ভাবে জ্বলে ওঠে সোলার বাতি
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে সোলার বাতি বসানো হয়েছে। সন্ধা হলেই বাতি গুলো স্বয়ংক্রিয় ভাবে জ¦লে ওঠে।
এসব বাতির কারনে গ্রামের লোকজনের জীবণমানের উন্নতি হলে বলে জনপ্রতিনিধিরা দাবি করেছেন। সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বলেন, সড়কবাতি গুলো জনগনের আশীবাদ হিসাবে দেখা দিয়েছে। সারা রাত সোলার বাতি জ¦লে থাকায় পথে ছিনতাই গ্রামে চুরির ঘটনা কমেছে।
তিনি আরও বলেন, এক সময় সন্ধা হলেই গ্রামে অন্ধকারে নি¤œজিত হত। সে সমাধানে বিদ্যুৎ বিশেষভাবে ভুমিকা রেখেছে। আর সড়কের সোলার বাতি গুলো গ্রামকে শহরের রূপান্তরে সরকারের যুগান্তকারি সিন্ধান্ত বলে তিনি মনে করছেন। তবে উপজেলার কয়টি ইউনিয়নে সোলার বাতি বসানো হয়েছে, তা জানাতে পারেনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটিন বাইন।#