আর্ত-মানবতায় কাজী বজলুর রহমান এন্ড আলেয়া ফাউন্ডেশন কর্তৃক খাদ্য দ্রব্য বিতরণ

আাব্দুস সালাম, ঝিনাইদহের চোখঃ
“মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” শ্লোগানে, কাজী মনিরুজ্জামান (এসপি’র) মাধ্যমে কাজী বজলুর রহমান এন্ড আলেয়া ফাউন্ডেশন কর্তৃক ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে শতাধিক অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কাজী বজলুর রহমানের নিজ বাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ করেন,খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৮ কেজি চাউল,২ কেজি মশুড়ির ডাল,১ কেজি আলু, ১টি করে ডেটল সাবান, হ্যান্ড স্যানিটাজেশন। এসব খাদ্য সামগ্রী পেয়ে অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন কাজী বজলুর রহমান এন্ড আলেয়া ফাউন্ডেশনের আলহাজ্ব কাজী বজলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আহসান হাবীব রানা,দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ সালাম হোসেন সহ আরো অনেকেই।
কাজী বজলুর রহমান বলেন, আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আসুন আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি ।