হলিধানীতে প্রবাসীর পাঠানো টাকায় খাদ্যপন্য বিতরন করল বন্ধু মহল
জাহিদুল হক বাবু, ঝিনাইদহের চোখঃ
মরণব্যাধি নভেল করোনা ভাইরাস সংক্রমন নিয়ন্ত্রনে বাংলাদেশে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারন ছুটি ঘোষনা করেছে সরকার। সেই সাথে সকলকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। টানা ঘরবন্ধি থাকায় খেটে খাওয়া দিন মজুর পরিবারগুলোতে দেখা দিয়েছে খাদ্যের অভাব।
এমন সংকট মূহুর্তে মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য শ্লোগানে ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী ইউনিয়নে ইতালি প্রবাসী মোঃ ইয়াকুব প্রধান এর আর্থিক সহযোগিতায় বন্ধু মহলের উদ্যোগে দিনমুজুর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যপন্য বিতরন করা হয়।
হলিধানী বাজারে হাসানুজ্জামান কামাল ও আল আমিন দীপ্তর নেতৃত্বে বুধবারে এই খাদ্যপন্য বিতরন করা হয়।
এ ব্যাপারে বন্ধু মহলের পক্ষ থেকে আল আমিন দীপ্ত জানান,দেশের এই ভয়াবহ অবস্থায়,আমাদের এই মানবিক কার্যক্রমে সাড়া দিয়ে ইতালি প্রবাসী মোঃ ইয়াকুব প্রধান অসহায় মানুষের খাবারের জন্য অর্থ সহযোগিতা করেছেন। এতে করে আমরা অনেক অসহায় পরিবারের মুখে খাবার তুলে দিতে পারায় তারা অত্যন্ত খুশি। আমরা এই বিপদের সময় অসহায় মানুষের পাশে আছি থাকব।কার্যক্রম
চলবে ইনশা আল্লাহ।
এদিকে দেশের এই ক্রান্তিলগ্নে ইয়াকুব প্রধান এবং বন্ধু মহলকে হলিধানীর সব শ্রেণী পেশার মানুষ স্বাগত জানিয়েছেন।