ঝিনাইদহে বিপাকে নাপিত সম্প্রদায়
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপি চলছে সাধারণ ছুটি। ঝিনাইদহ ও এই ছুটির আওতায় রয়েছে। কাঁচাবাজার এবং নিত্যপন্যের দোকান ছাড়া বন্ধ আছে সব ধরনের ব্যবসার প্রতিষ্ঠান। ফলে মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেনা।
এমতাবস্থায় সেবামুলক ক্ষুদ্র ব্যবসায়ি নরসুন্দর (সেলুন) প্রতিষ্ঠানের কর্মিরা পড়েছেন বিপাকে। সেলুনের খর্দ্দেরের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখা কঠিন। ফলে করোনার সংক্রমণ ঠেকাতে জেলার অধিকাংশ নরসুন্দও প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আবার দুই একজন গোপনে খুললেও তারা পাচ্ছেনা খর্দ্দের। সামাজিক দুরত্ব বজায় রেখে পেটের আগুনে পুড়ছে কর্মিরা। বেশির ভাগ সেলুন কর্মিরা নিজনিজ বাড়িতে অবস্থান করছে। তারা অলস সময় পার করছেন। তাদের মধ্যে ক্রমেই নানা কষ্টের দেখা দিচ্ছে।
এ বিষয়ে সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামের লোকজনকে অতি প্রয়োজন কাজ ছাড়া বাইরে যেতে অনুরোধ করা হয়েছে। ইউনিয়নের প্রতিটি গ্রামের দরিদ্য লোকজনকে খুঁজে তার বাড়িতে খাবার পৌয়ে দেয়া হচ্ছে। এছাড়া সেলুন পেশার লোকজনদের নিয়ে আলাদা ভাবে সিন্ধান্ত নেয়া হয়েছে।