বৈশাখী ভাবনায় করোনা–নিজাম জোয়ারদার বাবলু
ঝিনাইদহের চোখঃ
চিরায়ত নিয়ম মেনে
দিন ক্ষণ সময় মেপে
তুমি এসেছো হে বৈশাখ
নেচে গেয়ে আনন্দ উল্লাসে
তোমায় করতে পারেনি বরণ
অচেনা অজানা এক দানবের
কালোহাত টুটি চেপে ধরায়
এ বাংলার বাঙালি আজ নির্বাক
চারুকলার মঙ্গল শোভাযাত্রায়
রাজপথ হয়নি মুখরিত
রবীন্দ্র সরোবর সুরের মূর্ছনায়
আর নৃত্যের তালে
করেনি কাওকে উদ্বেলিত
রমনার বটমূলে বসেনি গানের আসর
সেথায় শুধুই শুনশান নিস্তব্ধতা
শহর বন্দর গ্রাম গঞ্জেও বসেনি মেলা
সবকিছুতেই আজ প্রতিবন্ধকতা
দেনা পাওনা মেটানোর জন্য
ব্যবসায়ীরা খুলে বসেনি
হালখাতার খাতা
জীবন রক্ষার জন্য মানুষ বাধ্য হয়ে
বাড়ি ঘরে ঢুকিয়েছে মাথা
হে কালবৈশাখী তোমাকে এবার
মা চন্ডী রূপে দেখতে চাই
তুমি ভয়ঙ্কর রূপ নিয়ে
“করোনার” উপর আঘাত হানো
ঐ অদৃশ্য দানবকে ধ্বংস করে
মানব জাতিকে রক্ষা করো
বৈশাখী ঝড়ে উড়ে যাক সব
রোগ শোক দুঃখ গ্লানি
তারপর হে বৈশাখ……
শান্তির বার্তা নিয়ে আসো
নব সাজে সজ্জিত করো এই বাংলা
আশঙ্কামুক্ত হোক মানুষের জীবন
বন্ধ হোক হৃদয়ের রক্তক্ষরণ
ফিরে আসুক জীবনে নতুন ছন্দ
ভাগ্য গুলো ফুটুক হয়ে ভোরের ফুলের মত
ভালোবাসা আসুক হয়ে নতুন কোন সুরে
কষ্টগুলো হারিয়ে যাক দূরে বহুদূরে
পৃথিবী থেকে বিলীন হোক
আছে দুঃখ কষ্ট যত
প্রার্থনা আমার শত ।।