পাঠকের কথা
রাত পোহাবে কবে—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
একটি ফাগুন সকাল দেখবে বলে
পৃথিবী জেগে আছে
সবার আশা কাঁদছে বুক ভাসিয়ে
জানেনা কার কাছে।।
অপলক দৃষ্টিতে শুধু প্রশ্ন একটাই, রাত পোহাবে কবে?
লাশের মিছিল চলছে চতুর্দিকে
মানছেনা কোনো মানা
ছুটছে বিশাল দানব ভয়াল হয়ে
ঘরে ঘরে দেয় হানা।।
অপলক দৃষ্টিতে শুধু প্রশ্ন একটাই,বিপদ কাটবে কবে?
শোকে পাথর হচ্ছে দুঃখগুলো
মৃতের সংখ্যা দেখে
আনছি দাওয়াত দিয়ে আপন করে
মৃত্যু লীলা ডেকে।।
অপলক দৃষ্টিতে শুধু প্রশ্ন একটাই,কান্না থামবে কবে?