মৃত্যু আমাদের প্রতিপক্ষ নয়–গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
দেখছি আমরা অবাক হয়ে তোমাদের মৃত্যু ভয়
বেঁচে থাকার জন্য বন্ধ করে দিয়েছো ঘরের দরজা
বিমান বন্দর নৌ বন্দর স্থল বন্দর
রাষ্ট্রের সীমানা জুড়ে বাড়িয়েছো বিশেষ নজরদারি।
বন্ধ করে দিয়েছো সামাজিক যোগাযোগ
রাস্তা-ঘাট, যানবাহন, দোকানপাট লোকসংস্পর্শ।
ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তাগুলোতে কারফিউ জারি
মানুষ রাস্তায় এলেই লাঠিচার্জ, গুলির আদেশ
সাহারা মরুভূমির মতন জনশূন্য করেছো স্টেশনগুলো।
উপাসনালয়ে প্রার্থনা স্থগিত করেছো ভক্তদের
শুধু তোমরা বাঁচার জন্য সকল পথ বন্ধ করে দিয়েছো।
বন্ধ করোনি আমাদের ক্ষুধার্ত পেটের চিৎকার
বন্ধ করোনি দুবেলা খাদ্য জোগাড় করার যন্ত্রণা
বন্ধ করোনি অনাহারি মানুষের চোখের জলপ্রপাত
বন্ধ করোনি খাদ্য আনতে না পারা বাবার আত্মহত্যা।
আমাদের মৃত্যুর ভয় হারিয়ে গেছে অনেক আগেই
যেদিন আমরা নর্দমা থেকে খাদ্য তুলে খেয়েছি
যেদিন কঙ্কালসার হয়ে পথে পড়ে মরেছে শ্রমিক
যেদিন তোমাদের চাকর হয়ে নির্যাতন সহ্য করেছি
যেদিন চিকিৎসাহীন মরেছে সুনীতির বাবা
সেদিন থেকেই মৃত্যুর ভয় চলে গেছে আমাদের।
জীবন্ত হওয়ার জন্য আমাদের যুদ্ধ নয়
দুবেলা দুমুঠো ভাত, মোটা কাপড়ের জন্যই কান্না
বিলাসী জীবন ভোগ করার জন্য আমরা ব্যস্ত নই
একটু জীবিত থাকাটাই আমাদের যথেষ্ট।
মৃত্যু আমাদের প্রতিপক্ষ নয়, প্রতিপক্ষ তোমরা
তোমরা যারা আমাদের হাড্ডি-মাংস কাবাব বানিয়ে খাও
তোমরা যারা আমাদের ঘাম-রক্ত শারাব বানিয়ে খাও
তোমরা যারা স্বার্থান্ধ হয়ে বিক্রি করো আমাদের জীবন
তোমরাই আমাদের প্রতিপক্ষ।