ফাগুন বুনুন—-গুলজার হোসেন গরিব

ঝিনাইদহের চোখঃ
ফাগুন বুনুন—-গুলজার হোসেন গরিব
কে কোথা আছিস তোরা আয় রে কাছে
দেখ মুকুল এসেছে ঐ আমেরই গাছে।
চোখ মেলে দেখ লাল শিমুলের ডাল
তার সাথে লালে লাল যুবতীর গাল।
আরো কতো বুনো ফুল ফুটেছে দারুণ!
পরাগ আর বায়ু মিলে এনেছে ফাগুন।
প্রভাতের পরপর শোন কোকিলে ডাক
লাবণ্যের রূপ পেলো জরা শীতে কাক।
সকালে শীতেল হাওয়া দুপুরে গরম
রাতে মৃদু জার লাগে হাড়েতে চরম।
ঝরাপাতায় কান পেতে শোনরে দারুণ
নূপুর বাজিয়ে আসে আহ! রঙিন ফাগুন।
অলিদের আনাগোনা আসে বাতাসে
মৌ লোভে মৌ লোভি ফুলেতে ভাসে।
ফুলেরা বিলায় মধু আমোদে হেসে
মধু খায় মধুকর প্রিয় নন্দনও সে।
মনটা পাগলপারা ফাগুনে দ্বিগুণ
দেখ ডালে ডালে ফুলে ফুলে এসেছে ফাগুন।
কাচা ফুলে বাসন্তী সাজিয়েছে চুল
হুর ভেবে মন তাই করে শুধু ভুল।
ফাগুন বাহারে মজে কুসম আঁখি
মজে মনে গান করে পরাণ পাখি
মন প্রাণ নেয় কেড়ে ফাগুন বুনুন
ওরে কে কোথা আছিস আয় দেখরে ফাগুন।