জানা-অজানাঝিনাইদহ সদর

ঝিনাইদহে তৈরী খাবার নিয়ে ভাসমান মানুষের কাছে পৌছে যাচ্ছে “সৌহার্দ্যের চাকা”

ঝিনাইদহের চোখঃ

করোনা-র দূর্যোগে ঝিনাইদহ জেলার পৌর এলাকায় ভাসমান মানুষের জন্য গত ০৭ এপ্রিল থেকে প্রতিদিন রান্না খাবার বিতরন করছে স্থানীয় দুটি সামাজিক সংগঠন–ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ।।

ভাসমান মানুষের জন্য “সৌহার্দ্যের চাকা”- কর্মসূচির প্রধান পরিকল্পনাকারী— খাঁন এম,এস জামান (শিমুল)- বলেন, তাদের জরিপে ঝিনাইদহ পৌর এলাকায় বর্তমানে প্রায় —১৩০-১৫০ জন ভাসমান মানুষ রয়েছে।। প্রাণঘাতী করোনা-র প্রভাবে সরকার নির্দেশিত বর্তমান ঝিনাইদহের হোটেল-দোকান সব বন্ধ।। এমতবস্থায় এখনো এই ভাসমান মানুষের দিকে নজর পড়েনি কারো।। শুধুমাত্র মানবিক দৃষ্টির বাইরে থাকায় শহরের ভাসমান মানুষেররা অভুক্ত থাকছেন।। মূলতঃ কর্তৃপক্ষসহ সকলের নজর আনতে এবং জেলাব্যাপী সকল ভাসমান মানুষের খাদ্য নিশ্চিত করতেই এই আয়োজন।।

ঝিভাপ-র সভাপতি গাউস গোর্কি এবং নবগঙ্গা রক্ষা পরিষদ-র আহ্বায়ক খাঁন এম এস জামান শিমুল–র নেতৃত্বে রমজানের আগেরদিন পর্যন্ত প্রতিদিন চলে ২৫০জন অসহায় এবং ভাসমান মানুষের জন্য দুপুরের রান্না খাবার বিতরনের এই ব্যাতীক্রমী আয়োজন।।

উক্ত কর্মসূচি সফল করতে একটি ফুড ভ্যান ও ২১সদস্যের সেচ্ছাসেবী দল নিয়মিত কাজ করছে।।যারমধ্যে রয়েছেন — খান জাহান আলী, হাসেম, পরাগ, পল্টন, সবুর, আল-আমীনসহ অনেকেই।।

উল্লেখ্য যে, গত ১মাস যাবৎ সংগঠন দুটি ফ্রি ফেস মাস্ক বিতরন ও জনসচেতনতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পালন করেছেন এবং আগামীতেও প্রয়োজনীয় সেচ্ছাসেবী কাজের প্রস্তুতি নিয়েছে।।

খাঁন এম,এস জামান শিমুল জানান যে, ২মাস ব্যাপী চলমান কর্মসূচি সৌহার্দ্যের চাকা সচল রাখতে — রমজান মাসের দ্বায়িত্ব নিয়েছেন— পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এবং জাহেদী ফাউন্ডেশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button