ঝিনাইদহ সদর

ঘরবন্দি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে “শৈশবে বাকচুয়া লক্ষিপুর” নামের সংগঠন

ঝিনাইদহের চোখঃ

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হরিনাকুন্ডু উপজেলার বাকচুয়া গ্রামের নিম্ন আয়ের মানুষদের মাঝে আজ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ” শৈশবে বাকচুয়া লক্ষিপুর ” নামক একটি স্বেচ্ছাসেবি সংগঠন।মুলত সংগঠন টি বাকচুয়া লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালেয়ের এস এস সি ব্যাচ-২০০৫ এর দ্বারা পরিচালিত।

প্রায় এক শত দুস্থ,অসহায়, নিন্ম মধ্যবিত্ত মানুষের হাতে ৩ কেজি করে চাল-৫০০ গ্রাম ডাল ও৫০০ মিলি তেল, ১ কেজি আলু, ১ কেজি আটা,৫০০ গ্রাম লবন১ টি সাবান ১ টি মাস্ক,কিছু নগত টাকা ও সচেতনতা মুলক লিপলেট বিতরন করা হয়।

উক্ত উপহার সামগ্রী বিতরনে অংশ গ্রহন করে” শৈশবে বাকচুয়া লক্ষিপুর ” সংগঠনের এক ঝাঁক যুবক।তন্ময় সাহা, শামিম মুন্সি,আব্দুর আলিম,নাজমুল খান,পারভেজ ইমাম,রশিদ,পলাশ সাহা, লুবনা, রোজিনা, কেয়া,বিপ্লব, মিল্টন, হাসান,আলাল,সাইদুর,সারমিন এই মহামারি মোকাবেলার এক ক্ষুদ্র প্রয়াস হিসাবে সহায়তা করেছেন।

ছাড়াও সামাজিক সংগঠন হেব্বি গ্রুপ ঝিনাইদহ ও রুপ ও সৌন্দর্য বিষয়ক লেখক মো: অনিমিথ অংশ গ্রহন করেন।

উপহার সামগ্রী বিতরন প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সৌন্দর্য বিষয়ক গবেষক ও লেখক
মোঃ এ.কে.এস অনিমিথ বলেন-

করোনার তান্ডবে সকলের সুখ যেন পথ হারিয়ে ফেলতে শুরু করেছে দিনদিন। কাজ বন্ধ তাই আয়ও বন্ধ, খাবারের জন্য আহাজারী সর্বত্র।এ দুর্দিনে প্রত্যেকটি প্রতিষ্ঠান ও সামর্থ্যবান মানুষদেরকে অসহায়দের পাশে এগিয়ে আসা উচিত।

সামাজিক সংগঠন হেব্বি গ্রুপ প্রধান জাহান খান লিমন বলেন মানুষের কল্যানে দেশের কল্যানে একটু সহানুভুতি দেখানো প্রয়োজন সকল সামর্থবানদের।

“শৈশবে বাকচুয়া লক্ষিপুর ” সংগঠনের সেক্রেটারি তন্ময় সাহা বলেন আমাদের এই ক্ষুদ্র উদ্দোগ একটু হলেও সহায়তা করবে গরিব অসহায়দের।

সবশেষে ” শৈশবে বাকচুয়া লক্ষিপুর ” সংগঠনের সভাপতি ও অনলাইন মিডিয়া #ঝিনুকটিভির সম্পাদক
পলাশ সাহা বলেন বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকলকেই স্বাস্থ্য সচেতনতা ও সরকারের নির্দেশনা মেনে চলতে হবে তাহলে মরন ব্যাধি করোনার ভয়াবহতা অনেকাংশে কমানো সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button