জানা-অজানা

“দাঁতের কসমেটিকস চিকিৎসা”– রুপ বিশেষজ্ঞ এ.কে.এস অনিমিথ

ঝিনাইদহের চোখঃ

হাসির জয় সমস্ত বিশ্বজুড়ে, আর সুন্দর একটি হাসি মানেই এক ঝাঁক ঝকঝকে দাঁত। সুন্দর দাঁত স্রষ্টার অমূল্য দানের একটি। সবার দাঁত সুন্দর হয়ে নাও উঠতে পারে, কিন্তু তাই বলে দাঁত এমন অসুন্দরই থেকে যাবে?

উত্তর হলো না। দাঁতের সৌন্দর্য রক্ষার্থে বিশেষজ্ঞ ডেন্টাল গবেষক ও ডেন্টাল সার্জনদের যৌথ ও অক্লান্ত প্রচেষ্টাই বর্তমানে বিশ্বব্যাপি প্রতিষ্ঠা পেয়েছে ” কসমেটিক ডেন্টিস্ট”। কসমেটিক ডেন্টাল চিকিৎসা সাধারণ চিকিৎসা পদ্ধতি নয়।

মূলত দাঁতের ঔজ্জ্বলতা ও মুখ ও দাঁতের গঠন সুন্দর করতেই এই চিকিৎসা করা হয়ে থাকে।

যেসব চিকিৎসা করা হয়ে থাকে কসমেটিক ডেন্টালে, তা হল অপেক্ষাকৃত ছোট-বড় দাঁত, দাঁতের জন্য মুখ ছুচালো হয়ে থাকা,হাসলে অস্বাভাবিক মাড়ি দৃশ্যমান, অতি দাগযুক্ত দাঁত,ভাঙা দাঁত,দাঁত না থাকা,ফাকা দাত,এলোমেলো- আঁকাবাঁকা দাঁত,ছিদ্র দাঁত,গজদাঁত বা অতিরিক্ত দাঁত, দাঁতের উপরে একাধিক দাঁত,সামনে অস্বাভাবিক বড় দাঁত ইত্যাদি। সুতরাং দাঁত অসুন্দর বলে আর মন খারাপের কিছু নেই।চলে যান বিশেষজ্ঞ “কসমেটিক ডেন্টিস্ট” এর নিকটে আর ঠিক করে নিন আপনার সমস্যা গুলো এবং প্রাণ খুলে হাসুন দাঁত বের করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button