আশ্বাস ছাড়া কিছু নেই—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
আশ্বাস ছাড়া তোমাকে দেয়ার মতন
এখনো কিছু নেই আমার
শুধু আশ্বাসটুকু গ্রহণ করো, হোক সে মিথ্যে
হোক সে বানোয়াট, অপ্রীতিকর বা মন্দ।
তবুও যদি একটু শান্তনা পাও আমার থেকে
তবু যদি একটু বিশ্বাস পাও জীবনের মাঝে
আমি তোমাকে ভালোবাসি, এ মিথ্যে নয়
ভালোবাসি বলেই শান্তনা দেই আশ্বাসের।
আশ্বাস ছাড়া তোমাকে দেয়ার মতন
এখনো কোনো বস্তু নেই আমার
তোমার মন ভরানোর জন্য আছে কিছু গান
কবিতা, হোক সে পুরানো, বেসুরা, প্রাণহীন।
তবুও যদি একটু কান পেতে সময় পার করো
তবু যদি একটু নিজেকে বেঁধে রাখো একান্তে
আমি তোমাকে ভালোবাসি, এ মিথ্যে নয়
ভালোবাসি বলেই আটকাতে চাই আশ্বাস ফাঁদে।
আশ্বাস ছাড়া তোমাকে দেয়ার মতন
কোনো সাধ্যি নেই আমার
তোমার জন্য আছে আমার মরুময় বুক
সীমানাহীন আকাশ, অশ্রুজলে ভেজা পিচ্ছল পথ।
হোক সে রুক্ষ, উত্তপ্ত, জীবননাশি, অক্সিজেনহীন
হোক সে জনমানবশূন্য হতাশার সম্রাজ্য।
তবুও যদি একটু টিকে থাকো জীবন নিয়ে
তবু যদি একটু দেখতে পারো আপনারে
আমি তোমাকে ভালোবাসি, এ মিথ্যে নয়
ভালোবাসি বলেই স্বপ্ন দেখাই আশ্বাস দিয়ে।
সত্যি বলতে আশ্বাস ছাড়া কিছুই নেই
সুস্থ রাখার মন্ত্র নেই, ভালো রাখার তন্ত্র নেই
ধরে রাখার পৃথিবী নেই, আশ্বাস ছাড়া কিছু নেই।