এশিয়ার সেরা ছবির তালিকায় আরিফিন শুভ-ঋতুপর্ণার ‘আহা রে’
ঝিনাইদহের চোখঃ
এশিয়ার সেরা ২৫ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা ও বাংলাদেশের নায়ক আরিফিন শুভ অভিনীত ছবি ‘আহা রে’। খাদ্যবিষয়ক গল্পের এ ছবির নির্মাতা রঞ্জন ঘোষ। আন্তর্জাতিক পর্যায়ে ফিল্ম বিষয়ক জনপ্রিয় পত্রিকা ‘এশিয়ান মুভি পালস’ এই ২৫টি খাদ্য বিষয়ক ছবির সেরার তালিকা প্রকাশ করেছে।
‘আহা রে’ ছবিটি নির্মিত হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের প্রযোজনায়। এশিয়ার সেরা ছবির তালিকায় এটি জায়গা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, সারা বিশ্ব এখন মন্দ সময় পার করছে। এরমধ্যে আমার প্রযোজিত ছবিটি এশিয়ার সেরা ছবির তালিকায় ওঠে আসা নি:সন্দেহে আনন্দের বিষয়। এ ছবিটা নির্মাণের পর িবিভিন্ন দেশ ও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো। সব জায়গায় এই ছবি সমাদৃত হয়েছে। এবারে সেরা ২৫ খাদ্য বিষয়ক এশিয়ান ফিল্মের তালিকাতেও জায়গা করে নিলো।
আরিফিন শুভ বলেন, এই সংকটময় সময়ে এমন সুন্দর খবরটি শুনে ভালো লাগছে। আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্ন ধরনের একটি ছবি এটি। এর আগেও ছবিটি বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে ‘আহা রে ‘-র পরিচালক রঞ্জন ঘোষ বলেন, ‘আহারে’ এশিয়ার ২৫টি সেরা খাবারের ছবির মধ্যে নির্বাচিত হয়েছে। এই তালিকায় অ্যাং লি-র ‘ইট ড্রিঙ্ক ম্যান ওমেন’, ‘তামপোপো ‘-সহ আরও অসাধারণ কিছু ছবি রয়েছে। যে ছবিগুলোর কথা আমি ফিল্ম স্কুলে পড়ার সময় পড়েছিলাম। আমি সিনেমা নিয়ে পড়ার সময় এই ছবিগুলো নিয়ে অনেক প্রজেক্ট সাবমিট করেছিলাম। এই ছবিগুলোর সঙ্গে আহারে থাকতে পেরেছে সেটা আমার কাছে গর্বের।